এইচএসসি পরীক্ষায় যানচলাচলে মানতে হবে ডিএমপির বিশেষ নির্দেশনা

২৪ জুন ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৮:০৩ PM
ডিএমপি লোগো

ডিএমপি লোগো © সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে। শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে যেন বিঘ্ন না ঘটে, একইসঙ্গে নিরাপত্তার কারণে ঢাকা মহানগরীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে সাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ২৬ জুন সকাল ১০টা হতে ঢাকা মহানগরীর ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এইচএসসি/সমমান পরীক্ষা চলাকালীন পরিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করাসহ ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে নগরবাসী ও যানবাহন চালকদের নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 

নির্দেশনাসমূহ হল- 
*পরীক্ষার্থীবৃন্দ যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষার জন্য রওয়ানা হবেন।

*যে সকল পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে পরীক্ষা কেন্দ্রে আসবেন তারা পরীক্ষা কেন্দ্রের সম্মুখে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষা কেন্দ্রে হেঁটে আসবেন। পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী কম ব্যস্ত কোন স্থান হতে গাড়িতে উঠবেন।

*কোন যানবাহন কোনোক্রমেই পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্কিং করে রাখা যাবে না (পার্কিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে) ।

*অভিভাবকবৃন্দকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে (অভিভাবকবৃন্দের সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড যোগ্য অপরাধ)

*পরীক্ষার্থীগণের কেন্দ্রে আসা যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্বে এবং পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পরীক্ষার্থী ব্যতীত অন্য সকল যাত্রীগণ জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কসমূহ যথাসম্ভব পরিহার করে চলবেন।

নির্বাচনে সংখ্যালঘু ভোট, 'কোন দিকে যাব আমরা'?
  • ০৯ জানুয়ারি ২০২৬
ছুটির দিনের সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
  • ০৯ জানুয়ারি ২০২৬
ভূমিকম্পে কাঁপল ভোলা
  • ০৯ জানুয়ারি ২০২৬
সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না
  • ০৯ জানুয়ারি ২০২৬
তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে
  • ০৯ জানুয়ারি ২০২৬
পটুয়াখালীতে জামায়াত-ছাত্রদলের সংঘর্ষ; আহত ৩
  • ০৯ জানুয়ারি ২০২৬