সমু চৌধুরী ‘মানসিক ভারসাম্যহীন’ কিনা পরীক্ষা করবেন চিকিৎসক
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:২৯ PM

ময়মনসিংহের গফরগাঁওয়ে অভিনেতা সমু চৌধুরীকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধারের পর তিনি ‘মানসিক ভারসাম্যহীন’ বলে ধারণা করছে সবাই। তবে তিনি প্রকৃতই মানসিক ভারসাম্যহীন কি-না তা নিশ্চিত হতে সমু চৌধুরীর কাছে যাচ্ছেন চিকিৎসক। বৃহস্পতিবার (১২ জুন) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন।
মামুন বলেন, ‘এরই মধ্যে অভিনেতা সমু চৌধুরীর ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এই অভিনেতার আচরণের দৃশ্য দেখতে পেয়েছি। সবাই বলছেন, তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় এখানে এসেছেন। আসলেই মানসিক ভারসাম্যহীন কি-না তা নিশ্চিত হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক যাচ্ছেন। আমিও যাচ্ছি।’
আরও পড়ুন: মাজার ছেড়ে যেতে চাচ্ছেন না সমু চৌধুরী, ঘটনাস্থলে পুলিশ-সেনাবাহিনী
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘সমু চৌধুরীর কাছে যেতে এরই মধ্যে গাড়িতে করে রওয়ানা হয়েছি। তার সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলব। এতেও মানসিক ভারসাম্যহীন নিশ্চিত হতে না পারলে প্রাথমিক চিকিৎসাসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। তবে কথাবার্তা বললেই মানসিক ভারসাম্যহীন কি-না তা অনেকাংশেই জানা যাবে।’
এদিকে, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, সমু চৌধুরীকে চেষ্টা করেও থানায় নিতে পারিনি। অন্য কোথাও যাবেন না বলে জানিয়েছেন। তিনি এখনো মাজারের সঙ্গে অবস্থান করছেন। তাকে দেখতে অনেক লোকজন ভিড় জমিয়েছে। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সেখানে অবস্থান করছে। তবে পরিবারের লোকজনসহ অভিনয়শিল্পী সংঘের কেউ এখনো ঘটনাস্থলে আসেননি।