মাজার ছেড়ে যেতে চাচ্ছেন না সমু চৌধুরী, ঘটনাস্থলে পুলিশ-সেনাবাহিনী

১২ জুন ২০২৫, ০৯:৩৭ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:৩২ AM
সমু চৌধুরী

সমু চৌধুরী © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ের মাজারের গাব গাছের নিচে গামছা পরে ঘুমন্ত অবস্থায় পাওয়ার পর অভিনেতা সমু চৌধুরীকে চেষ্টা করেও থানায় নিতে পারছে না পুলিশ। এ অবস্থায় তাকে দেখতে লোকজন ভিড় জমিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে সেনাবাহিনীও। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য জানিয়েছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম।

তিনি বলেন, ‘বিকেলে মুখী শাহ্ মিসকিনের মাজারের পাশে গাব গাছের নিচে গামছা পরে ঘুমন্ত অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে পাওয়া গেছে এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সমু চৌধুরীর এক ভাই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে চাকরি করেন। তিনি সমু চৌধুরীকে নিয়ে যেতে এখনো এই এলাকায় আসেননি। এছাড়া সমু চৌধুরীর খোঁজ পেয়ে অভিনয়শিল্পী সংঘের কয়েকজন অভিনেতাও বিকেলে ঢাকা থেকে রওয়ানা হয়েছেন। তারাও এখনো পৌঁছাননি। সন্ধ্যা হয়ে যাওয়ায় সমু চৌধুরীকে বুঝিয়ে থানায় নিতে চেষ্টা করে পুলিশ। কিন্তু তিনি যেতে রাজি হচ্ছেন না।’

আরও পড়ুন: অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার, গামছা পরে শুয়েছিলেন মাজারে

ওসি বলেন, ‘সমু চৌধুরী এখনো মাজারের পাশেই অবস্থান করছেন। তাকে দেখতে লোকজন ভিড় জমিয়েছেন। তাই পুলিশসহ সেনাবাহিনীও এখানে অবস্থান করছে।’

অভিনয়শিল্পী সংঘের অনুষ্ঠান সম্পাদক এম এ সালাম সুমন  বলেন, একটি গাড়িতে করে অভিনয়শিল্পী সংঘের ৫-৬ জনকে বিকেলেই আমরা পাঠিয়েছি। হয়তো তারা ময়মনসিংহের কাছাকাছি পর্যন্ত চলে এসেছেন।

এর আগে আজ মুখী শাহ্ মিসকিনের মাজারের পাশে গাব গাছের নিচে গামছা পরে সমু চৌধুরীর শুয়ে থাকায় ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে প্রথমে খালি গায়ে গামছা পরা অবস্থায় সমু চৌধুরীকে দেখা যায়। পরে অবশ্য ট্রাউজার ও গেঞ্জি পরা অবস্থায় উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের সামনে তাকে বলতে শোনা যায়, ‘আমি মাজারে এসেছি। খুবই সুন্দর জায়গা। মানুষগুলো খুব ভালো। এখানে এত সহজ-সরল মানুষের দেখা পাওয়া যায়। এমন আরও অনেক কথাবার্তা বলে হেসে হাততালি দেন সমু চৌধুরী। সবার ধারণা, সমু চৌধুরী মানসিক ভারসাম্য হারিয়ে একা একা মাজারে চলে এসেছেন।’

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন।

পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের হুমায়রার
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9