শীতার্তদের মাঝে কম্বল বিতরন করছে তারুণ্য © টিডিসি ফটো
এই কনকনে শীতের ভাসমান মানুষদের পাশে উষ্ণতার হাত বাড়িয়ে দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।
এ উপলক্ষে গত শনিবার রাতে কুষ্টিয়া শহরের বাস্তুহারা, রাস্তা ও রেলস্টেশনে ঘুমিয়ে থাকা মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘তারুণ্য’ পরিবার।
‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। প্রতিবছরই ফান্ডরাইজিং করে দরিদ্র-শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে আসছে তারা। এবছর তারা ১৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে।
সর্বশেষ গত শনিবার কুষ্টিয়ার কয়েকটি বস্তি এলাকা, ফুটপাত ও রেলস্টেশনে দিনাতিপাত করা মানুষদের মাঝে এই কম্বল বিতরণ করে। কম্বল বিতরণ করা হয় মোট দুটি ধাপে। এর মধ্যে প্রথম ধাপে কুষ্টিয়া শহরে বস্তি এলাকায় বসবাসকারী পরিবারগুলোর মাঝে।
পরের ধাপে শহরের বাস্তুহীন ও খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হল ডাইনিংসহ বিভিন্ন দোকানে অবহেলিত কর্মীদের মাঝেও কম্বল ও শীতবস্ত্র প্রদান করা হয়।
এ বিষয়ে তারুণ্য’র সভাপতি আরমান রেজা জয় বলেন, ‘আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের, যারা তারুণ্যের আবেদনে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরা আশাবাদী আপনাদের সহযোগিতার এই ধারা শুধু অব্যাহত নয়, উত্তরোত্তর বৃদ্ধি পাবে।