চালক সংকটে বন্ধ জাবিপ্রবির বাস, ভোগান্তিতে শিক্ষার্থীরা

২৮ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ PM
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) দীর্ঘদিন ধরে চলমান চালক সংকটের কারণে দুটি বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সিডিউল ব্যাহত হওয়ায় প্রতিদিন প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্য দিয়ে ক্যাম্পাসে যাতায়াত করতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছর পরিবহন সংকট নিরসন ও বাসসেবার মানোন্নয়নের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। আন্দোলনের পর প্রশাসনের উদ্যোগে একটি নতুন বাস কেনা হয় এবং আশরাফ আলী ট্রাভেলসের একটি বাস ভাড়া নেওয়া হয়। ভাড়া বাসসহ মোট চারটি বাস শুরুতে নিয়মিত চলাচল করলেও নতুন ক্রয়কৃত বাসটি চালক সংকটের কারণে এখনো কার্যত চালু করা সম্ভব হয়নি।

এর মধ্যেই ১৪ জানুয়ারি থেকে একজন বাসচালক অনুপস্থিত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে বর্তমানে পর্যাপ্ত বাস না থাকায় শিক্ষার্থীদের প্রতিদিন দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, অনেক ক্ষেত্রে বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে। বাস সিডিউল ব্যবস্থাপনা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে। একই সময়ে একাধিক বাসের সিডিউল নির্ধারণ করায় অনেক সময় বাস পাওয়া যায় না। এমনকি সব বাস সচল থাকলেও সঠিক পরিকল্পনার অভাবে নির্ধারিত সময় অনুযায়ী যাতায়াত নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এদিকে পরিবহন পুলের সমস্যাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। নতুন বাস যুক্ত হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও সেটি নিয়মিত চলাচল শুরু না করায় শিক্ষার্থীদের প্রত্যাশা ভেঙেছে। এর ফলে ক্লাস ও পরীক্ষার সময়মতো উপস্থিত হওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন অনেকেই।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল-সংশ্লিষ্ট সূত্র জানায়, চালক সংকটই বর্তমানে প্রধান সমস্যা। বিদ্যমান চালকদের দিয়ে অতিরিক্ত সার্ভিস পরিচালনার চেষ্টা করা হলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। নতুন চালক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং চালক সংকট কাটলে নতুন বাসটিও চালু করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন বাসটি যুক্ত করা হয়। প্রাথমিকভাবে কিছুদিন চলাচল করলেও চালক সংকটের কারণে তিন মাসের বেশি সময় ধরে সেটি কার্যত অচল অবস্থায় রয়েছে। ফলে চালক সংকট দ্রুত সমাধানের দাবি এখন শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়েছে।

নতুন প্রজন্মকে আদব শেখাতে শেখ সাদীর কবিতার পঙতি পাঠ করলেন ম…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, তিন দিন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোলায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত শতাধিক
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage