বাকৃবির শিক্ষার্থীদের উদ্যোগে সেইফ ব্রয়লার ফার্ম

২০ ডিসেম্বর ২০১৮, ০৮:৪২ PM

© টিডিসি ফটো

নিরাপদ ব্রয়লার উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯ জন তরুণ উদ্যোক্তা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর গ্রামে ‘সেইফ ব্রয়লার ফার্ম’ তৈরি করেছেন। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ফার্মের উদ্বোধন করেন বাকৃবি কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘উই হ্যাভ অ্যান আইডিয়া’ টিমের সভাপতি মাহাদী হাসান রাতুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নং বইলর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আছাদ এবং বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বাকৃবির এই তরুণ উদ্যোক্তারা “উই হ্যাভ অ্যান আইডিয়া” নামের একটি টিম গঠন করে। নিরাপদ ব্রয়লার উৎপাদনের লক্ষ্যে ২০১৬ সাল থেকে বাকৃবির “উই হ্যাভ অ্যান আইডিয়া” টিমের সদস্যরা নিরাপদ ব্রয়লার নিয়ে কাজ শুরু করে। তাদের উৎপাদিত এই নিরাপদ ব্রয়লার বাকৃবির কে. আর মর্কেট এবং মিন্টু কলেজের বিপরীত পাশে অবস্থিত শাখায় পাওয়া যাবে।

বিএমইউ প্রোভিসির সাথে জাপানের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতি…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রাধামর ছড়ার স্থায়ী বাঁধের অপেক্ষায় খাগড়াছড়ির ১৮০ পরিবার
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি
  • ২৮ জানুয়ারি ২০২৬
চালক সংকটে বন্ধ জাবিপ্রবির বাস, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ জানুয়ারি ২০২৬
৪ বিভাগে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্রের ‘ইন্ডিপেনড…
  • ২৮ জানুয়ারি ২০২৬
মির্জা আব্বাস ও নাসিরুদ্দিনের সঙ্গে ডিবেট করতে চান মেঘনা আলম
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage