৫ দফায় ‘আধুনিক ও তরুণবান্ধব’ রাষ্ট্রের রূপরেখা কোটা আন্দোলনকারীদের

০৩ ডিসেম্বর ২০১৮, ০১:১৪ PM
তারুণ্যের ইশতেহার ঘোষণা

তারুণ্যের ইশতেহার ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সামনে তারুণ্যের ইশতেহার ভাবনা নামে ৫ দফা দাবি উত্থাপন করেছে কোটা সংস্কারের লক্ষ্যে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সোমবার সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী আডিটরিয়ামে সংবাদ সম্মেলনের কথা থাকলেও প্রশাসনের অসহযোগিতায় বাইরেই এই দাবি উত্থাপন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ইশতেহার ভাবনায় বেকারত্ব নিরসন, চাকরিতে নিয়োগ, শিক্ষা ও গবেষণা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক এবং যুব অ্যাসেম্বলি নামে আলাদাভাবে সুস্পষ্ট ধারণা উত্থাপন করা হয়। এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের ইশতেহারে তারুণ সমাজের এসব দাবি-দাওয়া অন্তর্ভূক্ত করে নির্বাচনে জয়ী হলে তা বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।

পাঁচ দফা দাবি-দাওয়ার মধ্যে ১ম দাবি ছিল- বেকারত্ব নিরসনে কর্মসংস্থান। এতে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো- শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মের নিশ্চয়তা প্রদান, বেকার তরুণদের সহজ শর্তে ন্যূনতম ৫ লাখ টাকার ‍ঋণ প্রদান, ঘুষ-দুর্নীতি ও রাজনৈতিক বিবেচনার বাইরে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।

২য় ধফায় উল্লেখিত দাবিগুলো হলো- চাকরির নিয়োগ ব্যবস্থা। এতে রয়েছে-৩য় ও ৪র্থ শ্রেণীর চাকরিতে কোটা প্রথার সংস্কার, চাকরির আবেদন সম্পূর্ণ ফ্রি করা, প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১০ দিনের মধ্যে ও লিখিত পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা এবং মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে সর্বোচ্চ ৫০ নির্ধারণ করা, তথ্য যাচাইয়ের নামে হয়রানি বন্ধকরণ, বেসরকারি চাকরি আইন প্রণয়ন ও তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক নিয়োগ পরীক্ষা পদ্ধতির প্রণয়ন।

৩য় ধফা দাবির মধ্যে রয়েছে- শিক্ষা ও গবেষণা। এতে বলা হয়, শিক্ষাখাতে বার্ষিক বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখা, বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়া, প্রশ্ন ফাঁসবিরোধী সেল গঠন করা, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধে কঠোর আইন করা এবং মেধাপাচার রোধে ব্যবস্থা গ্রহণ করা।

৪র্থ ধফা দাবিতে উল্লখ করা শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক সংক্রান্ত বিষয়গুলো। এতে বলা হয়, ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা, আবাসনের কৃত্রিম সংকট দূর করা, বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ১০ শতাংশ গবেষণা খাতে বরাদ্দ দেয়া, শিক্ষক ও শিক্ষার্থীদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি বেতন কাঠামো তৈরি করা, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক ও নিরাপদ ক্যম্পাস গড়ে তোলা।

৫ম তম ধফায় বলা হয় যুব অ্যাসেম্বলি আয়োজনের কথা। যুব সমাজকে গণতান্ত্রিক পরিবেশে উন্নত নাগরিক হিসেবে গড়ে উঠার সুযোগ দিতে প্রতি বছর যুব অ্যাসেম্বলি এর আয়োজন করার উদ্যোগ নিতে বলা হয়। যুব অস্যাম্বেলিতে প্রতিনিধিত্ব করবে কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ্যের আহ্বায়ক হাসান আল মামুন। এসময় আরো বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খান, নুরুল হক নুর, ফারুক হাসান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মোল্লা বিন আমিন, জসিম, মশিউর রহমানসহ শতাধিক শিক্ষার্থী।

সংগঠনের নেতারা বলেন, দেশে মোট ভোটারের ৪০ শতাংশ যুব সমাজ হলেও যুব সমাজের দাবিগুলো সবসময় উপেক্ষিত থাকে। ক্ষুধা-দারিদ্র ও বেকারমুক্ত, সুখী-সমৃদ্ধ, শোষণ ও বৈষম্যমুক্ত উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলো কাছে এসব দাবি দাওয়া বিবেচনা করার আহ্বান জানানো হয়।

গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি
  • ২৮ জানুয়ারি ২০২৬
চালক সংকটে বন্ধ জাবিপ্রবির বাস, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ জানুয়ারি ২০২৬
৪ বিভাগে ভোট পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্রের ‘ইন্ডিপেনডেন্ট’…
  • ২৮ জানুয়ারি ২০২৬
মির্জা আব্বাস ও নাসিরুদ্দিনের সঙ্গে ডিবেট করতে চান মেঘনা আলম
  • ২৮ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে সভার তারিখ জানাল এনটিআরসিএ
  • ২৮ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage