জিএসইএ বিজয়ী হলেন উদ্যোক্তা শিক্ষার্থী নাজিবা নায়লা

২৭ নভেম্বর ২০১৮, ০৯:৩২ AM
জিএসইএ পুরস্কার গ্রহণ করছেন নাজিবা

জিএসইএ পুরস্কার গ্রহণ করছেন নাজিবা © টিডিসি ফটো

বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল উদ্যোক্তাদের সংগঠন ইও-বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক শিক্ষার্থী উদ্যোক্তা পুরস্কার (জিএসইএ)। এতে বিজয়ী হয়েছে নাজিবা নায়লা ওয়াফা। নাজিবা বলেন, ‘জিএসইএ আমার সামনে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে।’

তরুণ শিক্ষার্থী-উদ্যোক্তা, ‘রিসার্জেন্স’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাজিবা তার উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা ও দূরদর্শিতা, চমত্কার উপস্থাপনা এবং প্রশ্নোত্তর পর্বে সাবলীল ও প্রত্যয়ী অংশগ্রহণের মাধ্যমে অন্যান্য প্রতিযোগীদের পেছনে ফেলে বিজয়ী হন। শিক্ষার্থী উদ্যোক্তা, ‘ইন্সপায়ার’র প্রতিষ্ঠাতা মো. জাহাঙ্গীর আলম সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে অবদানের জন্য রানার-আপ হন। জিএসইএ জাতীয় বিজয়ী চীনের মাকাওয়ে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য জিএসইএ গ্লোবাল ফাইন্যালে ৪০ হাজার ডলার এবং দানকৃত পুরস্কার জয় করার লক্ষ্যে বিশ্বের শীর্ষ ছাত্র-উদ্যোক্তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন গ্রামীণফোন লিমিটেডের চিফ স্ট্রাটেজি অ্যান্ড ট্রান্সফর্মেশন অফিসার কাজী মাহবুব হাসান এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোমিনুল ইসলাম।


জিএসইএ চেয়ার জেরিন মাহমুদ হোসেইন বলেন, ‘আমি বাংলাদেশের শিক্ষার্থী উদ্যোক্তাদের মধ্যে জিএসইএর প্রতি উত্সাহ দেখে এবং তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে সৌভাগ্যবান বোধ করছি।’

ইও বাংলাদেশের প্রেসিডেন্ট ফারজানা চৌধুরী কৃতজ্ঞতা বক্তব্যে বলেন, ‘আমি বাংলাদেশের প্রতিভাবান নবীন উদ্যোক্তাদের সান্নিধ্যে ও উদ্ভাবনী চিন্তার সংস্পর্শে উচ্ছ্বসিত বোধ করছি।’

 

রাকিবের পাশে শিবিরের সাবেক সভাপতি
  • ২৮ জানুয়ারি ২০২৬
বিদেশি ব্যাট এনে দেশপ্রেমিক না সাজার আহ্বান, কাকে খোঁচা দিল…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বদলে বিশ্বকাপে খেলতে আগ্রহী এক অপ্রত্যাশিত দল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৩০ ফুট গভীর নলকূপের গর্তে পড়েছে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage