বাবা-মা তিন ছেলের নাম রেখেছেন এ, বি ও সি—কেন?

০৩ জানুয়ারি ২০২৬, ১১:০২ AM
‘ট্রিপলেট’ তিন ভাই এ, বি ও সি

‘ট্রিপলেট’ তিন ভাই এ, বি ও সি © আনন্দবাজার

বাবা-মায়েরা সব সময় সন্তানদের জন্য সেরা নাম বেছে নিতে চান। বড় হয়ে তাদের নামের জন্য যেন অপদস্থ না হতে হয়, সে দিকেও নজর রাখেন অনেকে। সে দিক থেকে অন্য রকম নজির গড়েছেন কানাডার এক দম্পতি। একসঙ্গে জন্ম নেওয়া তিন সন্তানের নামের সঙ্গে ইংরেজি বর্ণমালার এ, বি ও সি জুড়ে দিয়েছেন তাঁরা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টরন্টোর বাসিন্দা তিন ভাইয়ের নাম, অ্যান্ড্রু এ মেলফ, কোয়েন্টিন বি মেলফ এবং জোয়েল সি মেলফ। তিন তরুণ ‘ট্রিপলেট’। তিন ভাইয়ের জন্ম একই সঙ্গে হয়েছিল। কিন্তু কেন তাঁদের নামের মাঝে এভাবে এ, বি এবং সি বসিয়েছিলেন তাঁদের বাবা-মা?

এ, বি, সি-র বাবা-মা রিক মেলফ ও সুজান লিয়ন্স জানিয়েছেন, তিন সন্তানের জন্ম হয়েছিল মাত্র ৪৫ সেকেন্ডের ব্যবধানে। ট্রিপলেট হওয়ায় কে আগে জন্মেছে এবং কে পরে জন্মেছে, তা মনে রাখার জন্য হাসপাতালের এক নার্স সন্তানদের নামের সঙ্গে তিন বর্ণ জুড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মনে ধরে রিক ও সুজানের।

আরও পড়েছেন: অনলাইনে যে ভদ্রতাটুকু না জানলেই নয়

দম্পতির মেজো ছেলে কোয়েন্টিন জানিয়েছেন, জন্মের পর থেকেই তাঁদের এ, বি, সি নামে ডাকছেন বাবা-মা। কোয়েন্টিনের কথায়, ‘আমাদের বাবা-মা একসঙ্গে তিন সন্তান হওয়া নিয়ে চাপে ছিলেন। তাই তাঁরা নার্সের পরামর্শে এরকম নামকরণের সিদ্ধান্ত নেন।’ ছোটবেলায় তাঁদের চেনার জন্য বাবা-মা তিনজনের পায়ের নখে আলাদা আলাদা রং লাগিয়ে দিতেন বলেও তিনি জানিয়েছেন।

কোয়ান্টিন আরও জানান, নামের সঙ্গে আশ্চর্যজনকভাবে এ, বি ও সি জুড়ে থাকায় তাঁদের অনেক অদ্ভুত অভিজ্ঞতা এবং কটাক্ষের শিকার হতে হয়েছে। বড় হয়ে বিষয়টি উপভোগই করেন তাঁরা। তবে কোয়ান্টিন জানিয়েছেন, মাঝেমধ্যে বাইরে ঘুরতে যাওয়ার সময় নামের জন্য অভিবাসন অফিসারদের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদের। খবর: আনন্দবাজার।

বিশ্বকাপের নতুন সূচি তৈরি করছে আইসিসি!
  • ০৫ জানুয়ারি ২০২৬
প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে, এগুলো দেখতে চাই না
  • ০৫ জানুয়ারি ২০২৬
ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন কে এম …
  • ০৫ জানুয়ারি ২০২৬
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ১১ জানুয়ারি
  • ০৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ ঘোষণা
  • ০৫ জানুয়ারি ২০২৬
আইপিএল সম্প্রচার বন্ধ, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
  • ০৫ জানুয়ারি ২০২৬