‘ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি’

০৫ জানুয়ারি ২০২৬, ০৩:২২ PM
ওসমান হাদি

ওসমান হাদি © ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আগামী ৭ জানুয়ারি চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সিনিয়র সচিব বলেন, হাদি হত্যা মামলাকে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ও কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নাসিমুল গণি বলেন, ফ্যাসিস্টের এজেন্ট বা নাশকতাকারীরা যাতে সহযোগী সেজে বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপের সুযোগ নিয়ে নাশকতাকারীরা যাতে পার পেয়ে না যায়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সারা দেশে তীব্র শৈত্যপ্রবাহের কারণে সড়ক ও মহাসড়কে কুয়াশায় দৃশ্যমানতা কমে যাচ্ছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে যানবাহনের চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেন, আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যেই মামলার চার্জশিট দাখিলের লক্ষ্য রয়েছে। এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি অচিরেই সত্য প্রকাশ পাবে বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এরপর থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছেন।

বিপিএলে আসছেন না ভারতীয় উপস্থাপক রিধিমা
  • ০৬ জানুয়ারি ২০২৬
‘যে তালিকা দিয়েছেন ওসিকে দিব, কোনো সমস্যা হবে না’
  • ০৬ জানুয়ারি ২০২৬
যুবদল নেতাকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা
  • ০৬ জানুয়ারি ২০২৬
নিলামের আগেই পিএসএলে খেলা নিশ্চিত মোস্তাফিজের
  • ০৬ জানুয়ারি ২০২৬
হঠাৎ ঘরে আগুন, বাঁচানো গেল না ৪ মাসের নবজাতককে
  • ০৬ জানুয়ারি ২০২৬
৬০০ শীতার্ত মানুষের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
  • ০৬ জানুয়ারি ২০২৬