বাংলা উইকিপিডিয়া
ওসমান হাদি ও খালেদা জিয়া © ফাইল ছবি
২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলা ভার্সনে পঠিত শীর্ষ ১০টি নিবন্ধ প্রকাশ করেছে উইকিপিডিয়া। এর শীর্ষে রয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শহীদ ওসমান হাদি। যা সম্পাদনা হয়েছে ৪১৭ বার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন সদস্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এটি সম্পাদনা হয়েছে ১১৩ বার। তৃতীয় অবস্থানে রয়েছে তারেক রহমানের নাম। এই পাতাটি মোট ৫৮ বার সম্পাদনা করা হয়েছে।
উইকিপিডিয়ার তথ্য মতে, ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি সম্পাদিত হওয়া বিষয়গুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি তিনবার সম্পাদিত হলেও পাতা পরিদশন হয়েছে ৪৪ হাজার ৯০২ বার। পঞ্চম অবস্থানে রয়েছে ইনকিলাব মঞ্চ। এটি ৪০ বার সম্পাদিত হলেও পাতা পরিদর্শন হয়েছে ৩২ হাজার ৩২০ বার। ষষ্ঠ অবস্থানে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। এটি ১১ বার সম্পাদিত হয়েছে।
সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা-৮ আসন। এই আসনটি থেকে নির্বাচনে অংশগ্রহণের কথা ছিল গুলিতে নিহত শহীদ ওসমান হাদির। এটি সম্পাদিত হয়েছে দুইবার। তবে পাতা পরিদর্শন হয়েছে ২৮ হাজার ৯৮ বার। ৮ম অবস্থানে রয়েছে বাংলাদেশের বিজয় দিবস। এটি ১৪ বার সম্পাদনা হলেও পাতা পরিদর্শন হয়েছে ২৭ হাজার ৯০২ বার। নবম অবস্থানে রয়েছে ঢাকা-১৭ আসন। আর দশম অবস্থানে রয়েছে জোবাইদা রহমানের নাম।