কুড়িগ্রামে দেখা নেই সূর্যের, ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ PM
কুড়িগ্রামে শীতের ঠান্ডা হাওয়া আর ঘন কুয়াশায় স্থানীয়দের জনজীবন স্থবির হয়ে পড়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
ভোরে ঘন কুয়াশার ঢেকে গেছে পুরো জেলা। সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা। সড়কে যান চলাচলও ব্যাহত হচ্ছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। শীতের কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারেননি। ফলে তাদের দৈনন্দিন উপার্জনেও ব্যাহত হচ্ছে।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ১৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের প্রকোপটা বৃদ্ধি পেয়েছে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। যা আগামী ঠান্ডার প্রকোপ কিছুটা থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ কাল
প্রসঙ্গত, এর আগে ১০ ও ১১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল আবহাওয়া অবজারভেশন টিম। কয়েকদিনের বিরতির পর কুড়িগ্রামে আবারও জেঁকে বসেছে শীতের হিমেল হাওয়া ও ঘন কুয়াশা।