তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল, ঢাকাতেও কমছে তাপমাত্রা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ AM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ AM
টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হিমেল বাতাসে জনজীবন প্রায় স্থবির হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে দিনমজুর ও শ্রমজীবী মানুষ; ভোরের হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে মাঠে-ঘাটে কাজে বের হওয়াই তাদের জন্য কঠিন হয়ে উঠেছে।
এদিকে ঢাকায় আজ শীত অনুভূত হচ্ছে আরও বেশি। সোমবার সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা আজ কমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
আজ ভোর ৬টা পর্যন্ত তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবারও তাপমাত্রা একই ছিল, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে কম। আজ ঘন কুয়াশা না থাকলেও ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে রোদ উঠলেও তাতে তেমন উষ্ণতা মিলেনি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিন ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।