সিনেট ভবনে স্লোগানরত শিক্ষার্থীরা © ভিডিও থেকে নেওয়া
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল জানতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। দেশের ‘দ্বিতীয় সংসদ’খ্যাত সিনেটকক্ষে রাত ১০টার দিকে প্রবেশ করতে শুরু করেন তারা। এ সময়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।
এ সময় ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’ স্লোগান দিতে দেখা যায় ডাকসু নির্বাচনের ফলের জন্য অপেক্ষারত এসব শিক্ষার্থীদের।
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার সকাল ৮টায়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে ৫টার দিকে শুরু হয় গণনা। এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কেন্দ্র থেকে হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের ফলাফল প্রকাশ করা হবে। আর কেন্দ্রীয় সংসদের সম্মিলিত ফলাফল ঘোষণা করা হবে সিনেট ভবন থেকে।