ডাকসু ইস্যুতে বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে যোগাযোগ সরকারের

১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছে সরকার। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা কথা বলেছেন। বিএনপি ও জামায়াতের নেতারা গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

উভয় পক্ষকেই সরকার বার্তা দিয়েছে, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারও দুই দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। সমকালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজনৈতিক সূত্র জানিয়েছে, উত্তেজনা নিরসনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী দুই দলের নেতাদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আইন উপদেষ্টাসহ আরও দুই-একজন ফোন করেছিলেন। উত্তেজনা কমাতে পরামর্শ দিয়েছেন তারা। বিএনপি তাদের আশ্বস্ত করেছে, সংঘাতের আশঙ্কা নেই। দলের নেতাকর্মীদের এ বার্তা দেওয়া হয়েছে। 

জামায়াতের জ্যেষ্ঠ নেতারাও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। দুজন নেতা জানান, জামায়াত সংঘর্ষে জড়াবে না। তারা বিশ্ববিদ্যালয়েও প্রবেশ করবে না। তবে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আশপাশের এলাকায় থাকবে।

মঙ্গলার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এরপর থেকে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় শাহবাগ, নীলক্ষেত মোড়সহ ক্যাম্পাসের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: ফলাফল ঘোষণার প্রস্তুতি, ঢাবি ক্যাম্পাস ও আশপাশে নিরাপত্তা জোরদার

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে ক্যাম্পাসের আশপাশে জড়ো হতে থাকেন বিএনপি, জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থায় ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। জলকামানসহ বিভিন্ন ধরনের যানবাহনও মোতায়েন রয়েছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে অর্থাৎ দোয়েল চত্বর, নিউমার্কেট, নীলক্ষেত শাহবাগ হয়ে মৎস ভরন এলাকায় অবস্থান নিয়েছে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এতে ক্যাম্পাস এলাকায় যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রবেশপথে পুলিশ র‌্যাব ও আনসার সদস্যদের সঙ্গে অবস্থান করছেন বিজিবি সদস্যরা। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম দ্য ডেই্লি ক্যাম্পাসকে বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনও ঘটনা যাতে না ঘটে, তাই ভোট শেষে গণনা ও ফলাফল ঘোষণা করা পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে বিজিবি।’

এর আগে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডাকসু নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের অবস্থান করতে দেখা গেছে। যদিও ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতাকে অযথা ভিড় না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হয়।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9