এসএসসিতে যশোর বোর্ডে বৃত্তি পেলেন ২ হাজার ৭৮০ শিক্ষার্থী, তালিকা দেখুন

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ AM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © ফাইল ফটো

যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে বৃত্তি পেয়েছ ২ হাজার ৭৮০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৬৯ ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২ হাজার ৪১১ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ১৮২, মানবিকে ৯৩ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ৯৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করে শিক্ষাবোর্ড।

আরও পড়ুন: এসএসসি বৃত্তির ফল প্রকাশ, দেখুন এখানে

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম জানান, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে ৪ দশমিক ৮০ পয়েন্ট প্রাপ্তদের আবেদন যাচাই-বাছাইয়ের ভিত্তিতে বৃত্তি দেয়া হয়েছে।ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বছরে ১ হাজার ৮শ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বছরে ৭৫০ টাকা দেয়া হবে। তিন বছর ধরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এ টাকা পাবে। বৃত্তির গেজেটে শিক্ষার্থী যে প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেছে সেই প্রতিষ্ঠানের নাম থাকবে। প্রতিষ্ঠান প্রধানের সার্টিফিকেট প্রদান সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করা যাবে। 

তিনি বলেন, মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অবশ্যই বিনা বেতনে লেখাপড়া করার সুযোগ লাভ করবে। যদি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন দাবি করে তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ে বৃত্তির টাকা উত্তোলন করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে বিতরণ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। অন্যথায় বৃত্তি ভোগ করতে পারবে না।

 

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫