জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন © টিডিসি সম্পাদিত
শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেমা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি আংশিক পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অবকাশকালীন ছুটি ঘোষণা করায় সময়সূচির এই পরিবর্তন আনা হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, ভূগোল ও পরিবেশ বিষয়ের (কোর্স কোড: ২১৩৭১১ - Calculus-1) পূর্বনির্ধারিত পরীক্ষা ৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ২৭ অক্টোবর ২০২৫, সোমবার অনুষ্ঠিত হবে। একইভাবে উদ্ভিদবিজ্ঞান (Botany-1), মুক্তিকাবিজ্ঞান, প্রাণ-রাসায়ন, ভূগোল ও পরিবেশ এবং প্রাণিবিজ্ঞান বিষয়ের (কোর্স কোড: ২১৩০০৭) পূর্বনির্ধারিত পরীক্ষা ৯ অক্টোবরের পরিবর্তে ২৮ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে। পরীক্ষার সময়সূচি সংক্রান্ত সঠিক তথ্যের জন্য শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ([www.nu.ac.bd](http://www.nu.ac.bd)) অনুসরণ করার অনুরোধ করা হয়েছে। অন্যান্য কোনো উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।