‘র’-এর নতুন প্রধান পরাগ জৈন, ছিলেন অপারেশন সিঁদুরের নেপথ্যে

২৮ জুন ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
পরাগ জৈন

পরাগ জৈন © সংগৃহীত

ভারতের বহির্বিশ্ব গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা পরাগ জৈন। তিনি ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের কর্মকর্তা।

শনিবার (২৯ জুন) কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ-সংক্রান্ত কমিটির অনুমোদনের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে এ তথ্য প্রকাশ করা হয়। আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন পরাগ জৈন। তিনি বর্তমান প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হচ্ছেন, যার মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন।

বর্তমানে পরাগ জৈন ‘র’-এর এভিয়েশন রিসার্চ সেন্টারের (এআরসি) প্রধান হিসেবে কর্মরত আছেন। এই সংস্থা ভারতের আকাশপথে গোয়েন্দা নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ‘র’-এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

পরাগ জৈন ‘অপারেশন সিঁদুর’–এর সময় গুরুত্বপূর্ণ গোয়েন্দা কার্যক্রম পরিচালনার নেতৃত্ব দিয়েছিলেন বলে সূত্র জানিয়েছে। পাঞ্জাবে সন্ত্রাসবাদ দমনেও তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

সূত্র বলছে, পাকিস্তানবিষয়ক গোয়েন্দা তৎপরতায়ও পরাগ জৈন বিশেষ ভূমিকা রেখেছেন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সময় তিনি সেখানকার দায়িত্বে ছিলেন। এছাড়া শ্রীলঙ্কা ও কানাডায় ভারতীয় মিশনে দায়িত্ব পালনকালে তিনি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, বিশেষ করে খালিস্তানি গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন।

আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫