ইরানে আটক মোসাদ গোয়েন্দার মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের পতাকা ও মোসাদের লোগো
ইরানের পতাকা ও মোসাদের লোগো  © সংগৃহীত

ইরানের বিচার বিভাগের অধীনস্থ একটি সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক গোপন এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির সর্বোচ্চ আদালত তার রায় বহাল রাখার পর ফাঁসি কার্যকর করা হয়। সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল আজিজা।

মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিযুক্তের নাম ইসমাইল ফিকরি। তিনি ইরানের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করায় তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ফিকরি ইসরায়েলের হয়ে কাজ করার সময় মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে যোগাযোগে ছিলেন।

২০২৩ সালের ডিসেম্বর মাসে ইরানে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মিজান অনলাইনের বরাত দিয়ে বিচার বিভাগ জানায়, এই ফাঁসি ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের ওপর “একটি বড় ধরনের গোয়েন্দা আঘাত”।


সর্বশেষ সংবাদ