মেডিকেল ভর্তি পরীক্ষা এগিয়ে আসছে

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে নেওয়ার চিন্তা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমন আলোচনা চলছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

চলতি বছরের ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৮ ফেব্রুয়ারি। সে অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে গত ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বঘোষণার কারণে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ এগিয়ে নিয়ে আসার প্রস্তাব এসেছে। এ নিয়ে আলোচনাও এগিয়েছে। তবে আগামী ৬ অক্টোবর মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের শিডিউল আছে। এ জন্য ভর্তি পরীক্ষা এগিয়ে এনে ডিসেম্বরে নেওয়ার চিন্তা করছি। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা অনেক কিছুর উপর নির্ভর করবে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পরীক্ষা হয়তো এ বছরেই হয়ে যাবে।

২২ মামলায় খালাস ও ১৩টিতে অব্যাহতি, খালেদা জিয়ার নির্বাচনী হ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শ্বশুরবাড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, সিসিটিভির হার্ডডিস্ক নিয়…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২৩ আসনে নির্বাচন করে সবকটিতেই জয়ী হন বেগম খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের ৪০ স্টেলথ ফাইটার দিচ্ছে চীন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জুলাই যোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫