একাদশের সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ, ভর্তি চলবে এক সপ্তাহ

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ AM
একাদশ শ্রেণিতে ভর্তির সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে

একাদশ শ্রেণিতে ভর্তির সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তির ওয়েবসাইটে লগইন করে এ ফলাফল দেখা যাবে। আগামীকাল রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে এক সপ্তাহ। ওয়েবসাইটে পৃথক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম ৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভর্তির জন্য নির্বাচন ও মাইগ্রশন ফলাফলের পিডিএফ এখন এ পোর্টালে লগইন করে ডাউনলোড করতে পারবেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল দেখতে ভর্তির পোর্টালে লগইন করতে হবে। অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে তৃতীয় পর্যায়ে নির্বাচন নিশ্চায়নের শেষ সময় ছিল গত বৃহস্পতিবার।

আরও পড়ুন: ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

নির্ধারিত সময়ের পরে নিশ্চায়ন ফি গ্রহণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে। যেহেতু নিশ্চায়ন ফি এর তথ্য পেমেন্ট সার্ভার থেকে আবেদনের পোর্টালে আসতে কিছুটা সময় লেগে যায়, তাই যথেষ্ট সময় হাতে রেখে নিশ্চায়ন ফি প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছিল।

তৃতীয় ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করা হয় গত বুধবার (৩ সেপ্টেম্বর)। এর আগে ১ সেপ্টেম্বর রাতে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘আপসহীন’ খালেদা জিয়াকে আজ চিরবিদায় জানাবেন দেশের মানুষ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২০১০ সালে কেড়ে নেওয়া হয় খালেদা জিয়ার বসতবাড়ি, পরে পাঠানো হয়…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে শেষবারের মতো ফিরোজায় যাত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাল দুদিন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫