শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ AM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:২০ AM
জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শেষবারের মতো তাকে এ বাসায় নেওয়া হয়।
এর আগে সকাল সকাল ৮টা ৫০ মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি রওনা হয়। গাড়িতে মোড়ানো রয়েছে লাল-সবুজের দেশের পতাকা।
বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানাজা শেষে বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।