মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

২৮ নভেম্বর ২০২৫, ০৫:১৪ PM
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪ জন

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪ জন © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মাদক ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে ১৪ জন। বৃহস্পতিবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন নিষিদ্ধ দ্রব্য। নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের ধরতেই এ অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সামির (১৯), জামাল (৩০), সুমন (২৩), সজীব (২৮), রাসেল (৪৫), সোহেল (২৮), ফায়জুর (১৯), সাজু (২১), সাজেদুল ইসলাম তুষার (৩০), সোহেল ওরফে টিপু (৩০), আরজু (৩৩), শামীম (৩৮), সজীব (২৫) ও আব্বাস (২২)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫৫ পুরিয়া হেরোইন ও ২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫