কুষ্টিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৫ অক্টোবর ২০২৫, ০৬:২৪ PM
নিহত গৃহবধূর বাড়িতে স্থানীয় নারীদের ভিড়

নিহত গৃহবধূর বাড়িতে স্থানীয় নারীদের ভিড় © টিডিসি

কুষ্টিয়ায় রিনা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের মহাদেব পাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই নিহতের স্বামী সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রিনা খাতুন পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. মহির উদ্দিনের মেয়ে ও তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয় লোকজন জানান, নিহত রিনা খাতুনের স্বামী একজন মাদকাসক্ত। তিনি মাঝেমাঝেই মাদক সেবন করে রিনা খাতুনকে মারধর করতেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। নিহত রিনা খাতুন রাগ করে তার বাবার চলে যায় বেশ কয়েকবার। এক সপ্তাহ আগে তিনি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসেন।

নিহত রিনার ছেলে বলে, ‘আমার মার সঙ্গে বাবার প্রতিদিন ঝগড়া হতো। আজ সকালেও ঝগড়া হয়েছে।

হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নাসির বলেন, ‘আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫