পাঁচ তলা থেকে পড়ে চবি ছাত্রের মৃত্যু

০১ সেপ্টেম্বর ২০২২, ১২:০৪ PM
পরিবারের সঙ্গে শ্রীকান্ত

পরিবারের সঙ্গে শ্রীকান্ত © সংগৃহীত

হবিগঞ্জ সদরে একটি পাঁচতলা ভবন থেকে পড়ে গিয়ে শ্রীকান্ত চন্দ্র দেব নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ওয়াহেদ গাজী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীকান্ত চন্দ্র দেব সদর উপজেলার নৃপেন্দ্র চন্দ্র দেবের ছেলে ও চবির মাস্টার্সের শিক্ষার্থী।

পরিবার বরাতে পুলিশ জানিয়েছে, পাঁচ বছর আগে বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষে পড়াকালীন বন্ধুকে খুন হতে দেখেন তিনি। এরপর থেকেই শ্রীকান্ত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। এছাড়া কিছুদিন আগে ছোট বোনের আত্মহত্যার ঘটনায় পুরোপুরি মানসিকভাবে অসুস্থ হয়ে যান।

শ্রীকান্ত দেবের বড় ভাই সুজন চন্দ্র দেব জানান, ‘শ্রীকান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছে। মাস্টার্সে ভর্তি হলেও সেশনজট ও কয়েকটি দুর্ঘটনায় পড়াশোনা শেষ হয়নি।’

তিনি আরও জানান, ‘বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। মঙ্গলবার দিবাগত রাতে বাসার ছাদে ছোট ভাইয়ের গায়ে হলুদ ছিল। গায়ে হলুদ শেষে যে যার মতো করে বাসায় ফিরে যায়। কিন্তু শ্রীকান্ত ছাদে বসে মোবাইল ফোনে গেইমস খেলছিল। সকালে তার নিথর দেহ বাড়ির নিচে ছিল। তাৎক্ষণিক হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন : এবার ভালোবাসার টানে সিরাজগঞ্জে ইন্দোনেশিয়ার তরুণী

এসআই ওয়াহেদ গাজী জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছাদে শ্রীকান্ত চন্দ্র দেবের জুতা ছিল। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার চিকিৎসার ব্যবস্থাপত্র রয়েছে। এছাড়া তিনি কয়েকবার নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে থানায় জিডিও রয়েছে।’

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬