ছাত্রলীগ নেতার থাপ্পড়ে ফেটেছে কানের পর্দা, চিকিৎসা করাবে রাবি প্রশাসন

ভুক্তভোগী শিক্ষার্থী সামছুল ইসলাম
ভুক্তভোগী শিক্ষার্থী সামছুল ইসলাম  © ফাইল ফটো

ছাত্রলীগ নেতার থাপ্পড়ের কারণে কানে শুনছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামছুল ইসলাম। এ অবস্থায় তর চিকিৎসার ব্যয় বহন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চিকিৎসার জন্য ভুক্তভোগীকে মেডিকেল রিপোর্টসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা বরাবর একটি লিখিত আবেদন করতে বলা হয়েছে।

আজ রবিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র উপদেষ্টা এম তারেক নূর। তিনি বলেন, ‘সামছুলকে নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত চলছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তার বাঁ কানের পর্দা ফেটে গিয়েছে। আমি তাকে নাক-কান-গলা বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের সঙ্গে কথা বলতে বলেছি। ওই চিকিৎসক চিকিৎসার ব্যয় বাবদ যে টাকার কথা বলবেন সেটি লিখিতভাবে জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চিকিৎসার ব্যয় বহন করবে।’ 

আরও পড়ুনঃ রাবির হলকক্ষে ছাত্র নির্যাতনের অভিযোগ মিথ্যা: দাবি ছাত্রলীগ নেতার

ভুক্তভোগী শিক্ষার্থী সামছুল ইসলাম বলেন, ‘চিকিৎসার ব্যয় বহনের বিষয়ে ছাত্র উপদেষ্টা স্যার আমাকে ফোন দিয়েছেন। তিনি চিকিৎসার সমস্ত কাগজপত্রসহ কত টাকা খরচ হতে পারে সেটি উল্লেখ করে একটি লিখিত আবেদন করতে বলেছেন। তবে আমি বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পেরেছি পর্দা প্রতিস্থাপনসহ সম্পূর্ণ চিকিৎসা করাতে আনুমানিক ৪০ হাজার টাকার মতো খরচ হতে পারে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে বিষয়টি জেনে নিয়ে লিখিত আবেদন করব।’ 

উল্লেখ্য, গত ১৯ আগস্ট সামছুল ইসলামকে হলের রুমে ডেকে নির্যাতন করেন মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা। ঘটনার পর থেকে তিনি বাম কানে শুনতে পাচ্ছিলেন না। গত বুধবার রাতে কানের ব্যথা নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর জানা যায় তার কানের পর্দা ফেটে গেছে। 


সর্বশেষ সংবাদ