চবি ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ভর্তিচ্ছু ফাহিমের

২৩ আগস্ট ২০২২, ০২:৩৫ PM
ফাহিম

ফাহিম © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের এক পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরীক্ষা শেষ করে ফেরার পথে অটোরিকশার সাথে ডাম্পারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত ভর্তিচ্ছুর নাম ফাহিম। 

সোমবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফাহিম কক্সবাজার জেলার চকরিয়া বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়ার আব্দুর শুক্কুরের সন্তান।

আরও পড়ুন: গুচ্ছের ‘সি’ ইউনিটের ফলের খুঁটিনাটি

জানা গেছে, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষা শেষে রাত সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন ফাহিম। এসময় তাকে বহনকারী অটোরিকশাটি চকরিয়া কে.বি জালাল উদ্দীন সড়কের পোকখালী পয়েন্টে পৌঁছালে অপরদিক থেকে আসা ডাম্পারের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফাহিমসহ সিএনজিতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের আহতাবস্থায় উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। এরমধ্যে ফাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে রাতে বাড়ি ফেরার সময় ডাম্পার গাড়ির ধাক্কায় আহত হন ফাহিম। পরে তাকে গুরুতর আহতাবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬