দ্বিতীয় মেয়াদে নটরডেমের উপাচার্য ফাদার প্যাট্রিক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৮:২৪ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২২, ০৮:২৪ AM
দ্বিতীয় মেয়াদে নটরডেম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি। সোমবার (২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী ড. ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, সিএসসি, সাবেক উপাচার্য, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ দেওয়া হলো।
শর্তগুলো হলো— ক) উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন;
আরও পড়ুন: সাপ্তাহিক ছুটি প্রভাব ফেলবে না এসএসসি পরীক্ষায়
খ) তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন; গ) তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০১৭ সালের ৮ আগস্ট ড. ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনিকে নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেন রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ।
গ্যাফনি ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয় থেকে ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর ১৯৭২ সালে নেদারল্যান্ডসের একটি বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের উপর ডিপ্লোমা এবং ১৯৭৩ সালে নটর ডেম বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তারপর তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ব নিয়ে অধ্যায়ন শুরু করেন এবং সেখান থেকে ১৯৭৭ সালে এমএ ও ১৯৮২ পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি মাতৃভাষা ইংরেজির পাশাপাশি আরবি, ফরাসি, জার্মান, ডাচ, স্প্যানিস, ইতালিয় এবং রাশিয়ান ভাষায়ও দক্ষ।