আহলে হাদিসের প্রধান ঈদ জামাত ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে

  © ফাইল ছবি

আগামীাল রোববার (১০ জুলাই) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর কেন্দ্রীয় মসজিদ বংশাল বড় জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আহলে হাদীসদের ঈদুল আযহার প্রধান জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (৯ জুলাই) বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খাতীব ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতি বছর ন্যায় এবারো ঈদ জামাতে আয়োজক কমিটি নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করেছেন।

বংশাল বড় জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটি ও পঞ্চায়েতের পক্ষ থেকে ঈদ জামাত আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বংশাল পঞ্চায়েত ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মুতাওয়াল্লী মোহাম্মদ আওলাদ হোসেন।


সর্বশেষ সংবাদ