সাংবাদিককে ছাত্রলীগের হেনস্তা, শুনে কষ্ট পেয়েছেন চবি ভিসি

২২ জুন ২০২২, ০৯:২২ AM
উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার হুমকির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। মঙ্গলবার (২১ জুন) চবি উপাচার্যের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে এ নির্দেশ দেন তিনি। 

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, তারা এ বিষয়ে কাজ শুরু করেছেন। 

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সাংবাদিক হোক বা ছাত্রলীগ হোক, সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখানে একজন ছাত্রকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় কীভাবে? বিষয়টি শোনার পর খুব কষ্ট পেয়েছি। প্রক্টরিয়াল বডিকে বলেছি পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে।

গত ১৬ জুন মধ্যরাতে আলাওল হলে চবি সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের কক্ষে যান ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ বিজয়ের নেতা মোহাম্মদ ইলিয়াসের বেশ কয়েকজন অনুসারী। সেখানে হল থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার হুমকি দেন তারা। 

ওই ঘটনায় ১৯ জুন প্রক্টর রবিউল হাসানের কাছে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

কোচিং সেন্টারে উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির মাসিক চাঁ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তানের, নেপথ্যে কী?
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ ১৫ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘তিনি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি খতিব’— তারেক রহমানকে উপহার দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাড়ি ছেড়ে গেছেন স্ত্রী, অভিমানে দুনিয়া ছাড়লেন স্বামী
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন
  • ৩১ জানুয়ারি ২০২৬