ছাত্রলীগের সমাবেশ, মিছিল শেষে পুকুরে ডুব দিয়েছিলেন পলাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মে ২০২২, ১১:০১ PM , আপডেট: ২৯ মে ২০২২, ১১:০১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে ডুবে মারা যাওয়া পলাশ আহমেদ বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। এদিন পুকুরে নামার আগে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সংগঠনটি।
পলাশ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র।
এদিন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে সাঁতার কাটতে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যান পালাশ। পরে তাকে উদ্ধারে করে ঢাকা মেডিকেল কলেজ লাইফ সাপোর্টে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম বলেন, ‘হলের পুকুরে এক শিক্ষার্থী গোসলে নেমে ডুবে যায়। তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
‘‘রাজাকারদের তল্পিবাহক, সন্ত্রাসের ডিস্ট্রিবিউটর আর না’’ লেখা সংবলিত বাংলাদেশ ছাত্রলীগের আজকের কর্মসূচির একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন আছেন পলাশ- এমন একটি ছবি তার মৃত্যুর পর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনেকে তার ছবি শেয়ার করে সহমর্মিতা জানাচ্ছেন।
আরও পড়ুন: অ্যাম্বুলেন্স না পেয়ে কাঁধে করেই পলাশকে মেডিকেলে নেন ঢাবি শিক্ষার্থীরা
পলাশের মৃত্যুতে শোক জানিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ফেসবুকে লিখেছেন, ‘‘এভাবে অকালে চলে যাওয়া অনেক কষ্টের, পরপারে ভালো থাকিস অনুজ পলাশ। মেনে নেওয়া অনেক কঠিন।’’ ফেসবুক পোস্টের সঙ্গে সনজিদ তার একাধিক ছবি যোগ করেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় ছাত্রদলও। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার আমিরুল ইসলাম বলেন, আজ দুপুরে ছাত্রলীগের মানববন্ধন থেকে ফিরে সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে মারা গেল জহুরুল হক হলের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রলীগকর্মী পলাশ আহমেদ। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত পায় না, বন্ধুরা কাঁধে নিয়ে প্রাণান্ত দৌঁড়াতে হয়। কিন্তু সে চেষ্টা বৃথা। আল্লাহ ক্ষমা করুন।...