বহিরাগতের আঘাতে রাবি শিক্ষিকার স্বামী আহত, আটক ১

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ক্যাম্পাসে ঢোকার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের গাড়িতে বহিরাগত মরটসাইকেলের ধাক্কার জেরে তর্কতর্কির একপর্যায়ে হাতাহাতি ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বহিরাগতরা ভুক্তভোগী ওই শিক্ষিকার স্বামীর গায়ে হাতে তুলেছেন বলেও অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এ আটকের ঘটনা ঘটে। শনিবার (২৮ মে) সকালে নগরীর মতিহার থানার ওসি (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন তুহিন তথ্যটি নিশ্চিত করেছেন। 

ভুক্তভোগী শিক্ষক হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা খানমের স্বামী মঈন উদ্দিন আহম্মেদ। এ ঘটনার জেরে ঐদিন নগরীর মতিহার থানায় তিনজনের নামে মামলা করেন তারা। 

মামলার এজহার সূত্রে জানা যায়, তাদের মধ্যে রয়েছেন রাজপাড়ার কাজিহাটা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুল্লাহ আল ইউসুফ। অপর দুইজন হলেন টিকাপাড়ার মুন্না (৩২) এবং কাজিহাটার সানি (৩২)। ক্যাম্পাসে তারা সবাই বহিরাগত। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা খানম জানান, গতকাল বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে গাড়ি ঢোকার সময় বহিরাগত এক বাইক এসে গাড়িতে ধাক্কা দিলে পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এমতাবস্থায় তাদের সাথে কথা বললে উল্টো তারাই চোটপাট শুরু করে এবং একপর্যায়ে আমার স্বামীকে গায়ে হাত দেয় ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে সে আহত হয়। একজন বহিরাগত ক্যাম্পাসে এসে এমন ঘটনা ঘটার সাহস কিভাবে পায় তা ভেবে অবাক হওয়ার পাশাপাশি এমন ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার কথা জানান বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক।

ওসি তুহিন বলেন, গতকাল বিকেলে কাজলা গেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের গাড়িতে বহিরাগত এক বাইক ধাক্কা দেয়ার ফলে পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে উভয়ের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল্লাহ নামের একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় ঐ শিক্ষক থানায় মামলা করেছেন। বাইকে তিনজনই বহিরাগত ছিল। অপর দুইজনকেও আটকের চেষ্টা চলছে।

 


সর্বশেষ সংবাদ