টিকা নিতে মারধরের শিকার জাবির ২ ছাত্র, মহাসড়ক অবরোধ

১০ এপ্রিল ২০২২, ০৯:০১ PM
টিকা নিতে মারধরের শিকার জাবির ২ ছাত্র, মহাসড়ক অবরোধ

টিকা নিতে মারধরের শিকার জাবির ২ ছাত্র, মহাসড়ক অবরোধ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা অভিযুক্তদের বিচারের দাবিতে এ অবরোধ করেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ টিকা নেয়ার নির্ধারিত দিন থাকায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান বিশ্ববিদ্যালয়ের দর্শন ৪৪তম ব্যাচের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মাজেদুর রহমান ও একই হলের একই ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী ইমন।

সেখানে তাদের উপস্থিত হতে দেরি হওয়ায় নির্ধারিত সময় শেষ হয় যায়। তবে সময় শেষ হলেও টিকাকেন্দ্রে তারা ছাড়াও আরও ৩-৪ জন ব্যক্তির টিকাগ্রহন বাকি থেকে যায়। এসময় শিক্ষার্থীরা তাদেরকে টিকা প্রদানের অনুরোধ করলে কেন্দ্রে অবস্থানরত রেড ক্রিসেন্ট ভলান্টিয়াররা জাবি শিক্ষার্থী শুনে ‘রূঢ়’ আচরণ করেন। শিক্ষার্থীদের সাথে বাক-বিতণ্ডার এক পর্যায়ে তারা মারধর করা শুরু করেন।

আরও পড়ুন: এনআইডি ছাড়াও করোনা টিকা পাবেন জাবি শিক্ষার্থীরা

এরপর ভুক্তভোগী শিক্ষার্থীরা সাভার মডেল থানায় মামলা করতে গেলে তাদেরকে সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে পাল্টা মামলার হুমকি দেওয়া হয়। এরপর ভুক্তভোগী শিক্ষার্থীরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার উপযুক্ত বিচার হবে বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে বাদী হয়ে মামলা করার দাবি জানায়।

এসময় প্রক্টর ঢাকা জেলা পুলিশ সুপার ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে বলেন মামলা রেকর্ড হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিতে সহযোগিতা করবেন তারা। পরে সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

মামলার ব্যাপারে সাভার মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা খান শাহরিয়ার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনো মামলা রেকর্ড হয়নি, তবে ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। অবশ্যই মামলা হবে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সায়েম হুদা বলেন, আমরা যেখানে ২৩ লাখ মানুষকে টিকা দিয়েছি, সেখানে এ ধরনের কোন কিছু কাম্য নয়। ইতোমধ্যেই পুরো রেড ক্রিসেন্ট টিমকে প্রত্যাহার করা হয়েছে। আর তারা সরকারি কেউ না হওয়ায় এর বেশি কিছু করা সম্ভব হয়নি। শিক্ষার্থী দুজনের চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখছি।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9