খোঁজ মিলেছে ঢাবি ছাত্র আশিকের, বাবা বললেন— সে ডিবি অফিসে আছে

২৭ মার্চ ২০২২, ০৭:৫৩ PM
আশিকুর রহমান

আশিকুর রহমান © টিডিসি ফটো

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার এক দিনের মধ্যেই খোঁজ মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আশিকুর রহমানের। আজ রবিবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে তার বাবা সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তাকে পাওয়া গেছে। আমরা ওকে নিয়ে আসতে যাচ্ছি। সে এখন ডিবি অফিসে আছে।

এর আগে গতকাল শনিবার (২৬ মার্চ) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে রাজধানীর আজিমপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান তার সহপাঠীরা। আশিক ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়েছেন ওই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় দ্রুত তার সন্ধান ও মুক্তির দাবি জানান তারা। আজ বিকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানান তারা।

 

নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ মনোনয়ন প্রত্যা…
  • ০২ জানুয়ারি ২০২৬
নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা এনসিপির
  • ০২ জানুয়ারি ২০২৬
উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!