আটক মো. রতন ও জব্দ করা পিস্তল © সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে গভীর রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিরার বাড়ির ভাড়াটিয়া মো. রতনকে (৩৩) আটক করে যৌথ বাহিনী।
আটক মো. রতনের পিতার নাম মৃত আবেদ আলী। তার স্থায়ী ঠিকানা লালমনিরহাট জেলার সদর উপজেলার খোটামারা কোরামারি গ্রাম।
অভিযানকালে রতনের হেফাজত থেকে অবৈধভাবে রাখা একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের বডিতে স্পষ্ট অক্ষরে ‘MI911 AI U.S ARMY’ লেখা খোদাইকৃত রয়েছে। এ ছাড়া একটি সচল ম্যাগাজিনও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার এসআই তুহিন অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্রসহ আসামিকে আটক করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র থানায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় টঙ্গী পূর্ব থানায় মামলা রুজুর প্রস্তুতি চলমান। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।