‘সেকেন্ড টাইম’ আন্দোলনের ৭ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১১:২০ PM , আপডেট: ২২ মার্চ ২০২২, ১২:০০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবির আন্দোলন থেকে আটক ৭ জনকে ছেড়ে দিয়েছে শাহবাগ থানা পুলিশ। আটকের পর সোমবার (২১ মার্চ) রাত ৯টার দিকে তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়েছে। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটকের পর তাদের জিজ্ঞাবাদ করা হয়েছে। এরপর আটককৃতরা বহিরাগতদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আর কখনো বিশৃঙ্খলার চেষ্টা করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। পুলিশ তাদের উপর নজর রাখবে। তারা মুচলেকার বাইরে কোনো ধরনের কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে থেকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন তানজিদ সোহরাব, মাহমুদুল হাসান, রায়হান, রোমান, তানজিব, মহিদুল ইসলাম দাউদ ও মহিউদ্দিন তুষার।
আরও পড়ুন: ঢাবি থেকে ‘সেকেন্ড টাইম’ আন্দোলনের আটককৃতদের মুক্তি দাবি
এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নেন আন্দোলনকারীরা। সমাবেশে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে বক্তব্য দেন তারা।
আন্দোলনকারীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভা হওয়ার কথা রয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে দাবির বিষয়ে তাদের জানিয়ে আসছি। দ্বিতীয়বার ভর্তির সুযোগ পাওয়া আমাদের অধিকার। আমরা সমাবেশ করছি। আন্দোলন করছি। সমাবেশ থেকে আমরা কর্তৃপক্ষকে বার্তা দিতে চাই। আমাদের দাবির বিষয়ে তাদের পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই।
এদিকে, আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং শুরু হয়। এ মিটিংকে গিরে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে সিনেট ভবনের সামনে অবস্থান নেন। পরে তাদের ৭ জনকে সিনেট ভবনের সামনে থেকে আটক করা হয়।
২০১৪ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বন্ধ রয়েছে। মেধার সমতা বিধান, জালিয়াতি রোধ ও আসন শূন্যতা কমাতে এমন পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। এর পরপরই জগন্নাথ, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও দ্বিতীয়বার ভর্তির সুযোগটি বন্ধ ঘোষণা করে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় মাঝে পুনরায় সুযোগটি চালু করলেও বর্তমানে সেটি আর পান না ভর্তিচ্ছুরা।