ঢাবি থেকে ‘সেকেন্ড টাইম’ আন্দোলনের আটককৃতদের মুক্তি দাবি

২১ মার্চ ২০২২, ০৯:০০ PM
ঢাবি থেকে ‘সেকেন্ড টাইম’ আন্দোলনের আটককৃতদের মুক্তি দাবি

ঢাবি থেকে ‘সেকেন্ড টাইম’ আন্দোলনের আটককৃতদের মুক্তি দাবি © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবির আন্দোলন থেকে আটক ৭ জনের মুক্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। আটকের পর সোমবার (২১ মার্চ) রাতে কাউন্সিলের দপ্তর সম্পাদক সাদ্দাম মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফ মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক উজ্জল বিশ্বাস আটক ৭ জনের মুক্তি ও আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃবিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখার দাবিতে আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে ঢাবি প্রক্টরিয়াল টিম। তারপর প্রক্টরের নির্দেশে আন্দোলনের নেতা মহিদুল ইসলাম দাউদ, মাহমুদ হাসান, তুষার, তানজিদসহ ৮ জন আহত শিক্ষার্থীকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। কাউন্সিলের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাবি থেকে ‘সেকেন্ড টাইম’ আন্দোলনের ৭ জন আটক

‘‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু। জনগণের অর্থে পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষার নামে প্রশাসনিক সন্ত্রাস কায়েম করেছে প্রক্টরিয়াল টিম। একটি ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম নির্লজ্জতা ও অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট মনোভাবের প্রকাশ।’’

বিবৃবিতে আরও বলা হয়, গোটা দেশে বৈষম্যমূলক শিক্ষা কাঠামোতে স্বাভাবিকভাবেই ছাত্রের তুলনায় বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা অপ্রতুল। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর সুরাহা না করে সেকেন্ড টাইম বাতিলের মাধ্যমে কার্যত একজন শিক্ষার্থীর শিক্ষার অধিকারকেই সংকুচিত করছে। এর বিরুদ্ধে ছাত্ররা যখন আন্দোলনে নামছে তখন নূন্যতম গণতান্ত্রিক মূল্যবোধ ভুলে ছাত্রদের উপর নির্লজ্জ আক্রমণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

এর আগে, এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে থেকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন তানজিদ সোহরাব, মাহমুদুল হাসান, রায়হান, রোমান, তানজিব, মহিদুল ইসলাম দাউদ ও মহিউদ্দিন তুষার।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বহিরাগত কিছু শিক্ষার্থী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বারবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির লোকজন তাদের সাতজনকে আমাদের হাতে তুলে দিয়েছে। এখনো তারা থানায় রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাবা পরিত্যক্ত আফিয়াকে বাড়ি করে দিলেন তারেক রহমান
  • ১৯ জানুয়ারি ২০২৬
গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনই বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ছা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বৈশাখাী ভাতা নিয়ে যে সুপারিশ করতে যাচ্ছে পে-কমিশন
  • ১৯ জানুয়ারি ২০২৬
সব ওয়াজ মাহফিল স্থগিত আমির হামজার
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9