ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাবি শিক্ষককের আগাম জামিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪২ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪২ PM
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ এই জামিন দেন। ওই সময় পর তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
এর আগে গত বছরের ২২ জুলাই হাফিজুর রহমান কার্জন ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। তবে এরপরও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক অমিত ভৌমিক ১ আগস্ট অধ্যাপক কার্জনের বিরুদ্ধে মামলা করেন।
যদিও অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ফেসবুক থেকে তার আগের পোস্টটি সরিয়ে দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দিয়েছেন।
এতে তিনি লিখেছেন, ‘দিন দুই আগে আমি ভগবানকে নিয়ে আমার ফেসবুক দেয়ালে একটি লেখা পোস্ট করেছিলাম। এরপরে আমি আর আমার ফেসবুকে প্রবেশ করিনি। একজন হিন্দু শিক্ষার্থী ফোন করে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারপরে আমি আমার পোস্টটির প্রতিক্রিয়া নিরীক্ষা করি। ইতোমধ্যে জানতে পারি যে, অনেকে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে আমার পোস্টটিতে আহত হয়েছেন। যারা আমার পোস্টটিতে আহত হয়েছেন ও কষ্ট পেয়েছেন, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’