ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত: পুড়ছে রাবি, অসহায় প্রশাসন

রাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
রাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা   © টিডিসি ফটো

নির্মাণ কাজে ব্যবহৃত ট্রাকের চাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ট্রাকসহ নির্মাণাধীন ভবনে অগ্নিসংযোগ করে আন্দোলন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে অবস্থা শেষে প্যারিস রোডে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলন করছেন তারা।

সেখানে শত শত শিক্ষার্থী অবস্থান নিয়ে 'আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই! আগুন জ্বালো, আগুন জ্বালো-স্লোগানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসময় নারী শিক্ষার্থীরাও এ আন্দোলনে যুক্ত হয়েছেন।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে জানান, ঘটনাটি অপ্রত্যাশিত। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসন কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ সেখানে রয়েছেন, তারা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা অব্যহত রেখেছেন বলে জানান তিনি।

এরআগে, মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে চলন্ত ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন কারুশিল্প ও শিল্পকলা বিভাগের মাহমুদ হাবিব হিমেল নামের এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত আরেক শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তা দিয়ে ওই দুই শিক্ষার্থী মোটরসাইকেলে যাচ্ছিলেন। সে সময় ট্রাকের ধাক্কায় একজন নিহত হন ও অপরজন আহত হন।

এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা অন্তত ৫টি ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে বিক্ষোভ করছেন।
ঘটনার প্রতিবাদে ভিসি ভবনের সামনে শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে আন্দোলন করেন। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, হবিবুর হলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্র মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই তা কাম্য নই। কেন এমনটা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে এর জন্য কড়াকড়ি নির্দেশনা জারি করবে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার দুঃখ প্রকাশ করে জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিক্ষার্থীদের জন্য যা কিছু করা প্রয়োজন আমরা তাই করবো বলে সকল শিক্ষার্থীকে শান্ত হওয়ার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence