ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ, প্রক্টরিয়াল টিমের অপসারণের দাবি রাবি শিক্ষার্থীদের

১৯ জানুয়ারি ২০২২, ০৪:০৮ PM
রাবিতে মানববন্ধন কর্মসূচি

রাবিতে মানববন্ধন কর্মসূচি © ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে প্রক্টরিয়াল টিমের অপসারণ দাবি করেছেন তারা। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করতে না পারলে প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।  

কর্মসূচিতে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, গত কয়েকদিনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০-১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত প্রক্টরিয়াল টিম একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কিংবা শিক্ষার্থীদের হারানো জিনিস উদ্ধার করেছে—এমন নজির দেখাতে পারেনি। শিক্ষার্থীদের যে একটা নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে, এর মূল দায় এই প্রক্টরিয়াল টিমের। তাই বলতে চাই, এই প্রক্টরিয়াল টিম শিক্ষার্থীদের রক্ষা করার জন্য নয় বরং ছিনতাইকারীদের রক্ষা করার জন্য কাজ করছে।

আরো পড়ুনঃ নোবিপ্রবিতে হলের শিক্ষার্থী করোনা আক্রান্ত, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা জারি

ফলিত রাসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ছাত্র রাকিবুল হাসান বলেন, মঙ্গলবার আমার এক বন্ধু ছিনতাইয়ের শিকার হয়েছে। প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসনের কোনো তৎপরতা নেই। দাবি আদায়ের জন্য যখন আমরা মানববন্ধন করি, সমাবেশ করি তখর প্রক্টর আমাদের অফিসে ডেকে নিয়ে হয়রানি করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা আছে। যখন কোনো শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন, তখন ডেকে নিয়ে আমাদের ফুটেজ দেখানো হয়। সাময়িকভাবে আমাদের আশা দেওয়া হয়। কিন্তু এর দীর্ঘমেয়াদী কোনো প্রতিকার তারা দিতে পারে না।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ছাত্র মাহমুদুল হাসান ও তানভির আহমেদ। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আমরা গণভোটে ‘না’ ভোট দেব, জনগনকেও উদ্বুদ্ধ করব: জিএম কাদের
  • ২১ জানুয়ারি ২০২৬
পে স্কেল বাস্তবায়নে প্রয়োজন ৮০ হাজার কোটি টাকা, বরাদ্দ আছে …
  • ২১ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি, শোকজ ৩
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১১ প্রার্থী
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২১ জানুয়ারি ২০২৬
দুই ম্যাচেই বৃষ্টির বাধা, কঠিন সমীকরণে বাংলাদেশ
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9