ঢাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

১২ জানুয়ারি ২০২২, ০৮:৩১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত বছরের ১৩ ডিসেম্বর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক। ভুক্তভোগীও একই বিভাগের শিক্ষার্থী।

অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমকে কমিটির আহ্বায়ক করা হয়। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেয়া হয়। জানা গেছে, কমিটি এরই মধ্যে অভিযুক্ত ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছেন। প্রতিবেদনও তৈরি করেছেন। উপাচার্যের কাছে সেই প্রতিবেদন জমাও দেয়া হয়েছে। তবে তদন্তে কী পাওয়া গেছে সেবিষয়ে কেউ কথা বলতে চাননি।

আরও পড়ুন- বেরোবি ভর্তিতে ৮২ শতাংশ আসন ফাঁকা, দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ 

সূত্র জানায়, প্রাথমিক তদন্ত প্রতিবেদনের পর সেটি সিন্ডিকেটে উঠবে। পরে প্রয়োজন হলে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হবে। প্রাথমিক তদন্ত কমিটিকে শুধু ঘটনার সত্যতা বের করার দায়িত্ব দেয়া হয়েছিলো। দোষী প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সিন্ডিকেট। তবে তদন্ত চলার সময়ে অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করার রীতি প্রচলিত থাকলেও এক্ষেত্রে সেটা করা হয়নি। শিক্ষার্থীদের আশঙ্কা কোনরূপ ব্যবস্থা না নেয়ায় ওই শিক্ষক তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন। একই সঙ্গে অস্বস্তিতে আছেন ভুক্তভোগী শিক্ষার্থীও।  

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক কোনো মন্তব্য করতে রাজী হননি। তিনি বলেন, তদন্তাধীন বিষয়ে কিছু বলা ঠিক হবে না। 

তদন্ত কমিটির সদস্য এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ছাত্র উপদেষ্টা মারিয়া হোসাইন জানান, তদন্ত বিষয়ে কমিটির আহ্বায়ক ছাড়া অন্য কারও কথা বলার সুযোগ নেই।

আরও পড়ুন- করোনায় মারা গেলেন ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদুল হক

জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছি। তদন্ত চলছে। উভয়পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬
আধিপত্যবাদ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটার, বেতনও বাড়ছে কি?
  • ৩১ জানুয়ারি ২০২৬
নাভারন-ভোমরা রেলপথে পূরণ হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬