চবি ভর্তিতে অটো মাইগ্রেশন যেভাবে বন্ধ করবেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০৩:০৮ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১, ০৪:০০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রমঃ (Choice List) অনুযায়ী ২য়, ৩য়, ............(প্রযােজ্য ক্ষেত্রে) পর্যায়ে বিভাগ/ইনস্টিটিউট মনােনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন চলমান থাকবে। এক্ষেত্রে কোন মাইগ্রেশন ফি প্রযােজ্য হবে না।
আরও পড়ুন: চবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি: কমিটির সভায় কোন সিদ্ধান্ত হয়নি
আজ সোমবার (১৩ ডিসেম্বর) চবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বরাদ্দকৃত বিভাগ/ ইন্সটিটিউট এর স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধ (Stop Auto Migration) করার ক্ষেত্রে করণীয় সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।
আরও পড়ুন: একইদিনে চবি ও সাত কলেজের ভর্তি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব এস. এম. আকবর হােছাইন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “তবে কোন ভর্তিচ্ছু প্রার্থী যে কোন পর্যায়ে বিষয়/বিভাগ/ইনস্টিটিউট মনােনয়ন পেয়ে পরবর্তী পর্যায়ের স্বয়ংক্রিয় মাইগ্রেশন প্রক্রিয়ায় নতুন প্রাপ্ত বিষয়/বিভাগ/ইনস্টিটিউট পেতে অনিচ্ছুক হলে তাকে সংশ্লিষ্ট ইউনিট কো-অর্ডিনেটর বরাবর স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধ (Stop Auto Migration) করার আবেদন করতে হবে। পরবর্তী পর্যায়ের স্বয়ংক্রিয় মাইগ্রেশন প্রক্রিয়ায় বিষয়/বিভাগ/ইনস্টিটিউট মনােনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশের ন্যূনতম ২ কর্মদিবস পূর্বে আবেদনে সংশ্লিষ্ট ইউনিট কো-অর্ডিনেটরের সম্মতি/অনুমতি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে আইসিটি সেলে যােগাযােগপূর্বক স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধ (Stop Auto Migration) নিশ্চিত করতে হবে। অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন চলমান থাকবে।”
আরও পড়ুন: চবির ভর্তি পরীক্ষার্থীদের জন্য কর্তৃপক্ষের নির্দেশনা
এ নিয়ে বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট (https://admission.cu.ac.bd)-এ পাওয়া যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।