প্রতি বছর সর্বোচ্চ সিজিপিএ পাওয়াদের সংবর্ধনা দেবে ঢাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৬:৫০ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২১, ০৬:৫০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ২০১৯ সালের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএধারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) উপাচার্য ভবন লনে সর্বোচ্চ তাদের জন্য চা-চক্র আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়। ঢাবির শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এ চা-চক্রের আয়োজন করা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বার্ষিক অনুষ্ঠান হিসেবে এখন থেকে প্রতিবছর উপাচার্য ভবন লনে সর্বোচ্চ সিজিপিএধারী শিক্ষার্থীদের জন্য চা-চক্রের আয়োজন করা হবে।
পড়ুন: স্নাতক শেষে দুধ দিয়ে গোসল, যা বললেন ঢাবি ছাত্র আদনান
৪র্থ শিল্প বিল্পবের বিভিন্ন সুবিধার সর্বোচ্চ সদ্ব্যবহারের জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নে তাদের নিরলসভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন, সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মিসেস রাশেদা ইরশাদ নাসির ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক বক্তব্য রাখেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।
পড়ুন: ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নিয়ে যা বললেন উপ-উপাচার্য
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।