রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া উৎসব শুরু © টিডিসি ফটো
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রীড়া উৎসব শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে পতাকা উত্তোলনের পাশাপাশি বেলুন-ফেস্টুন ও সাদা পায়রা উড়িয়ে ১০ দিনব্যাপী এ উৎসব উদযাপন শুরু হয়।
রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিন্ডিকেট সদস্য, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আসাদুজ্জামান ও সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্রীড়া উৎসবে এ্যাথলেটিকস, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল ও বাস্কেটবলের মোট ১১৪টি ইভেন্টে ১৭টি হলের প্রায় ৮০০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। আগামী ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় শেখ কামাল স্টেডিয়ামে এ উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।