পদ্মার ওপারে খুবিতে হচ্ছে সবচেয়ে বড় টিএসসি

০৮ নভেম্বর ২০২১, ০৮:২৪ AM
খুবিতে হচ্ছে সবচেয়ে বড় টিএসসি

খুবিতে হচ্ছে সবচেয়ে বড় টিএসসি © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দীর্ঘ দিনের প্রত্যাশিত ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি ভবন নির্মাণ কাজের জন্য নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে এই নির্মাণকাজের চুক্তিপত্রে স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষরের পর চুক্তিপত্র উপাচার্য ড. মাহমুদ হোসেন এর নিকট হস্তান্তর করা হয়। পদ্মার ওপারে এটিই হবে সবচেয়ে বড় টিএসসি ও অডিটরিয়াম।

রবিবার (০৭ নভেম্বর) বিকেলে উপাচার্যের কার্যালয়ে এই টিএসসি ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়।

নির্মাণকাজের চুক্তিপত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ড. মাহমুদ হোসেন এবং নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে মাহবুব ব্রাদার্স লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহবুব রহমান স্বাক্ষর করেন।

টিএসসি ভবন নির্মাণে চুক্তি মূল্য ৫৪ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৫৪০ টাকা। এরমধ্যে অডিটোরিয়ামের আয়তন হবে ৩২ হাজার ৮০৯ বর্গফুট এবং সেখানে ১ হাজার ৭১০ আসন ব্যবস্থা থাকবে।

টিএসসি প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২ বছর। চারতলাবিশিষ্ট এই ভবনে সাধারণ বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি জেনারেটর এবং ৫ কিলোওয়াট সক্ষমতাসম্পন্ন সোলার সিস্টেম, সিসি টিভি, অগ্নিনির্বাপণ যন্ত্র, ৫টি লিফট সুবিধা থাকবে।

উপাচার্য নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি কাজের গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্নের আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ তত্ত্বাবধান কমিটির সভাপতি ড. খ মাহফুজ-উদ-দারাইন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এসএম আতিয়ার রহমান এবং নির্মাতা প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স লিমিটেডের প্রধান প্রকৌশলী হেদায়েতুল্লাহ চৌধুরী প্রমুখ।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬