বিএনসিসি জাবি প্লাটুনের নতুন ভারপ্রাপ্ত শিক্ষক রাকিবুল হাসান
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ০৬:৪০ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২১, ০৬:৪০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাকিবুল হাসানকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্লাটুনের ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, বাংলাদেশ ক্যাডেট কোর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাকিবুল হাসানকে নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ হতে এ আদেশ কার্যকর হবে।
অফিস আদেশে আরো বলা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাঁর নিয়োগ বহাল থাকবে। তিনি প্রচলিত নিয়মে বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি ভোগ করবেন।
মো. রাকিবুল হাসান বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মাহাদী হাসান দীপুর স্থলাভিষিক্ত হবেন।