ঢাকা বিশ্ববিদ্যালয়

লেদার ইনস্টিটিউট আধুনিকায়ন করলেন ঢাবি উপাচার্য

লেদার ইনস্টিটিউটে শীতাতপ নিয়ন্ত্রিত পরীক্ষার হল উদ্বোধন করছেন ঢাবি উপাচার্য
লেদার ইনস্টিটিউটে শীতাতপ নিয়ন্ত্রিত পরীক্ষার হল উদ্বোধন করছেন ঢাবি উপাচার্য  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সোমবার (০১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের লেদার
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে শীতাতপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক পরীক্ষার হল উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানসহ ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পূর্ব পাকিস্তানের জনগণকে চামড়া ও চামড়াজাত শিল্পে কারিগরিভাবে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় ‘পূর্ব পাকিস্তানে ইস্ট বেঙ্গল ট্রেনিং ইনস্টিটিউট’ নামে একটি প্রতিষ্ঠান । ১০ জুন ১৯৪৯ থেকে এ প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম শুরু হয়।

১৯৫২ সালে ইস্ট পাকিস্তান ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি নামে এর নতুন নামকরণ করা হয়। ১৯৭৯ সাল পর্যন্ত এখানে ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স এবং কারিগরি পর্যায়ের শিক্ষা ব্যবস্থা চালু ছিল।

অর্থনীতিতে চামড়া শিল্পের অবদানের কথা চিন্তা করে বাংলাদেশ সরকার আধুনিক যন্ত্রপাতি ও উন্নত সিলেবাসে মাধ্যমে ১৯৮০ সালে এই প্রতিষ্ঠানটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীনে নিয়ে আসে।এর নাম দেওয়া হয় বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি। এই প্রতিষ্ঠান থেকে প্রকৌশল বিষয়ে বিএসসি ডিগ্রি দেওয়া শুরু করা হয়।

২০১১ সালে এই প্রতিষ্ঠানটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট করা হয় এবং এর নামকরণ করা হয় ‘ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence