‘ছাত্রলীগ মেধা ও স্বচ্ছতা ভিত্তিক ভর্তিতেই বেশি ‍গুরুত্ব দিচ্ছে’

২২ অক্টোবর ২০২১, ০২:৫৩ PM
ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক

ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, ‘ছাত্রলীগ মেধা ও স্বচ্ছতা ভিত্তিক ভর্তিতেই বেশি ‍গুরুত্ব দিচ্ছে এবং পরীক্ষায় কেউ যাতে অসূদুপায় অবলম্বন করতে না পারে, সে ব্যাপারে ছাত্রলীগের নেতা-কর্মীরা সজাগ রয়েছে।’

শুক্রবার (২২ অক্টোবর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনা মহামারীর কারণে এ বছর বিভাগীয় পর্যায়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর আমরা আমাদের কার্যক্রম তাই সেভাবেই ঢেলে সাজিয়েছি। এ বছর যেহেতু বিভাগীয় পর্যায়েও পরীক্ষা হচ্ছে, তাই ডিজিটাল জালিয়াতির একটা আশংকা ছিল। ছাত্রসংগঠন হিসেবে আমাদের সংবাদ সম্মেলনগুলোতে এ বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে বার বার বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মেধা ভিত্তিক পরীক্ষার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে আমরা আহবান জানিয়েছি। ‘ক ইউনিট ও ‘খ ইউনিট’ এর পরীক্ষা ইতোমধ্যে সুন্দরভাবে শেষ হয়েছে এবং চলমান ‘গ ইউনিট’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষাও যেন সেভাবে শেষ হয়- বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এটাই আমাদের আহবান। আমাদের সর্বস্তরের নেতা-কর্মীরাও এ ব্যাপারে সতর্ক আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল পয়েন্টসহ বিভিন্ন স্থানে মোট ২৪টি বুথ স্থাপন করেছি। এ তথ্য-সহায়তা কেন্দ্রগুলো পরীক্ষার দিন ভোর থেকে শুরু করে পরীক্ষার দেয়ার এক-দুই ঘণ্টা পর্যন্ত থাকবে। এ বুথগুলোতে আমাদের ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। তারা ভর্তিচ্ছুদের শিক্ষার্থীদের সিন-প্ল্যান, পরীক্ষার কেন্দ্র দেখিয়ে দেয়া, তাদের জন্য কলম, পানীয় জল এবং মাস্ক দিয়ে সহায়তা। এছাড়া যেসব জিনিসপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা সেগুলোও আমাদের ডেস্কে জমা রাখা হচ্ছে।’

সাদ্দাম হোসেন আরও বলেন, ‘অনেক সময় শিক্ষার্থীরা ভুল করে অন্য সেন্টারে চলে যায়। তাদের সঠিক জায়গায় সময়মত পৌঁছে দিতে আমাদের জয় বাংলা বাইক সার্ভিস রয়েছে। এছাড়া আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে দিক নির্দেশক বসিয়েছি। আর অভিভাবকরা যেন একটা সুন্দর অনুভূতি নিয়ে এ ক্যাম্পাস থেকে যেতে পারেন, এ বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। আমরা তাদের জন্য পানীয় জল ও বসার ব্যবস্থা করেছি। পরিক্ষার্থীদের থাকার জন্য আমাদের নেতা-কর্মীরা হলে নিজেদের থাকার সিট ছেড়ে দিয়েছেন।’

ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে হুইল চেয়ারের ব্যবস্থা রাখা আছে। কেউ অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলে আমাদের মেডিকেলে টিমও প্রস্তুত রয়েছে।’

এছাড়া পরীক্ষার দিনগুলোতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য কাজকরা অন্যান্য ছাত্র সংগঠনগুলোর কাজের প্রশংসা করে সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রসংগঠনগুলোর মূল কাজ কোনো দলকে ক্ষমতায় আনা-নেয়া নয়। বরং তারা শিক্ষার্থীদের মেধাভিত্তিক কাজে সহযোগিতা করাই মূল কাজ হওয়া উচিত।’

শিক্ষার্থীদের স্বার্থে এ মুহূর্তে সব ছাত্র সংগঠনকে মিছিল-শোডাউন না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষার দিনগুলোতে আমরা মিছিল-শোডাউন করছি না এবং অন্যান্য ছাত্রসংগঠনগুলোকেও এ ব্যাপারে নিরুৎসাহিত করছি।’ 

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১০২ ভতিচ্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ৩০ জানুয়ারি ২০২৬
নাইকোর বিরুদ্ধে বাংলাদেশের জয়, ক্ষতি পূরণ পাবে ৪২ মিলিয়ন ডল…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১৫৪ ভর্ত…
  • ৩০ জানুয়ারি ২০২৬