সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন ঢাবি উপাচার্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ০১:১৬ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২১, ০১:১৬ PM
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে এই শুভেচ্ছা বার্তা জানান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাবি উপাচার্য বলেন, এই দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। শারদীয় দুর্গোৎসবের মূলমন্ত্র হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করায় ঐতিহ্যবাহী জগন্নাথ হল প্রশাসনকে উপাচার্য আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় অন্যান্যের মধ্যে জগন্নাথ হল সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, হলের আবাসিক শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।