ছাত্রলীগের বিরুদ্ধে ঢাবির হলে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

০৯ অক্টোবর ২০২১, ০৪:০৮ PM
অভিযোগ উঠেছে একই বর্ষের ছয় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

অভিযোগ উঠেছে একই বর্ষের ছয় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রথম বর্ষের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে একই বর্ষের ছয় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় হলের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন, অর্থনীতি বিভাগের রেহমান খালিদ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের আরাফাত রহমান শৈশব। এদের মধ্যে রেহমান ছাত্র ইউনিয়ন এবং আরাফাত ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের মধ্যে দুজনের নাম জানা গেছে।

এরা হলেন ভূগোল ও পরিবেশ বিভাগের মিম্মুর সালিম পরাগ এবং প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস স্টাডিজ বিভাগের সোপান। দু'জনই ছাত্রলীগের সহসভাপতি কামাল উদ্দীন রানার ‘ছোট ভাই’ হিসেবে পরিচিত।

ভুক্তভোগী শিক্ষার্থী আরাফাত রহমান শৈশব বলেন, ‘জহুরুল হক হলের মাঠে আমাদের সঙ্গে একটি ব্যাচের খেলা ছিল। খেলা শেষে আমি এবং বন্ধু খালিদ পুকুর পাড়ে দাঁড়িয়েছি। এরই মধ্যে অভিযুক্তরা জানতে পারে আমরা হলে ঢুকেছি। ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করার কারণে তারা আমাদের রাজনৈতিক পরিচয় জানত। একটু পর পরাগ, সোপানসহ আরও চারজন এসে খালিদকে সার্চ করা শুরু করে। এরপর তাকে অকথ্য ভাষায় গালাগাল করে থাপ্পড় দেয়। আমি সামান্য দূরে ছিলাম। ঘটনা দেখে দৌঁড়ে এসে খালিদকে কেন মারা হচ্ছে জিজ্ঞেস করি। পাশ থেকে আরেকজন আমাকে দেখিয়ে বলে এ ছাত্রদল করে। এরপর তারা আমাকেও খারাপ ভাষায় গালাগাল করে মারা শুরু করে। মারতে মারতে তারা আমাদের শার্ট ছিঁড়ে দেয়। এরপর আমাদের হল থেকে বের করে দেয়।’

শৈশব বলেন, ‘ঘটনার পর আমরা দুজন প্রক্টর (অধ্যাপক ড এ কে এ গোলাম রাব্বানী) স্যারকে বিষয়টি জানিয়েছি। স্যার বলেছেন, তোমরা এটি আর কাউকে জানাইয়ো না। আমি সমাধান করে দিব।’

অভিযোগের বিষয়টি অস্বীকার করে আরেক অভিযুক্ত শিক্ষার্থী সোপান বলেন, ‘ঘটনা উল্টো। তাদের সঙ্গে হলের করিডোরে আমাদের প্রথম দেখা হয়। আমাদের সঙ্গে কথা শেষ করে তারা পুকুর পাড়ের দিকে যায়৷ এ সময় দেখি তাদের একজন সিগারেট খেয়ে আমাদের হলের পরিবেশ নষ্ট করছে। তাই আমি তাকে সিগারেট খেতে নিষেধ করি।

‘এ সময় তার সঙ্গে থাকা আরাফাত আমার সঙ্গে খুব উগ্র আচরণ করে। একপর্যায়ে সে আমার ওপর চড়াও হয়। তখন আমরা তাদের আঘাত প্রতিহত করার জন্য যা দরকার করেছি। এরপর তাদের আমরা হল থেকে বের করে দিই।’

এ বিষয়ে হল ছাত্রলীগের সহসভাপতি কামাল উদ্দীন রানা বলেন, ‘ঘটনাটা আমি শুনিনি। খোঁজ নিচ্ছি।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘তারা আমাকে অবহিত করেছে। যেহেতু এটি হলের ভেতরে ঘটেছে, তাই হল প্রভোস্টকে জানিয়েছি। তিনি খতিয়ে দেখছেন।’

তবে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেলওয়ার হোসেন বলেন, ‘এ রকম কথা তো আমাকে কেউ বলেনি। আমার খোঁজ নিতে হবে। খোঁজ নিচ্ছি।’

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9